বৃহত্তর ময়মনসিংহের অন্যতম একটি জেলা টাঙ্গাইল। এ জেলায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অবস্থিত। নেত্রকোনার মানুষ প্রতিদিন বিভিন্ন কারণে টাঙ্গাইলে যায়। আবার টাঙ্গাইল থেকেও ঘুরাঘুরিসহ বিভিন্ন কারণে মানুষ নেত্রকোনায় আসে। নেত্রকোনা-টাঙ্গাইল রোডে প্রতিদিন ৪ টি ব্যানারের অনেকগুলো বাস চলাচল করে। কিন্তু বাসের কাউন্টার, মোবাইল নম্বর, ভাড়া এবং যাতায়াতের সময়সূচি জানা না থাকায় অনেক যাত্রী পড়েন বিপাকে। এ সমস্যা দূর করতেই নেত্রকোনা জেলাবাসীর সুবিধার্থে আমরা নেত্রকোনা থেকে টাঙ্গাইল এবং টাঙ্গাইল থেকে নেত্রকোনা রোডের সকল বাসের কাউন্টার, মোবাইল নম্বর, ভাড়া এবং বাস চলাচলের সময়সূচি এখানে উপস্থাপন করেছি। এখন থেকে আর কারো কাছে জিজ্ঞেস করে হয়রান হতে হবে না আপনার। ঘরে বসেই এক ক্লিকে পেয়ে যাবেন নেত্রকোনা টু টাঙ্গাইল এবং টাঙ্গাইল টু নেত্রকোনা রোডে চলাচলকারী সকল বাসের কাউন্টার, টিকেট কাটার মোবাইল নম্বর, বাস ভাড়া এবং যাওয়া আসার সঠিক সময়। যেকোনো মূহুর্তে নেত্রকোনা হতে টাঙ্গাইল এবং টাঙ্গাইল হতে নেত্রকোনা রোডের সকল বাসের কাউন্টার, মোবাইল নম্বর, ভাড়া এবং বাস চলাচলের সময়সূচি জানতে ভিজিট করুন (netroalap.com/netrokona-tangail-bus) এই লিংকে।
নেত্রকোনা টু টাঙ্গাইল
টাঙ্গাইল – নেত্রকোনা
ভায়া ঘাটাইল-মধুপুর-মুক্তাগাছা-শম্ভুগঞ্জ ব্রীজ-ময়মনসিংহ
টাঙ্গাইল-নেত্রকোণা রুটে অন্যতম জনপ্রিয় ও সুসংগঠিত চেয়ার কোচ বাস হচ্ছে শাহজালাল ট্রাভেলস। এই বাসের চ্যাসিস- হিনো ১৭৩। এই বাসের নাম্বার- ১১-৪২৪২।
শাহজালাল ট্রাভেলস বাসের ভাড়া:
নেত্রকোনা থেকে টাঙ্গাইল ২৫০ টাকা
নেত্রকোনা থেকে এলেঙ্গা ২২০ টাকা
নেত্রকোনা থেকে কালিহাতি ২০০ টাকা
নেত্রকোনা থেকে ঘাটাইল ১৮০ টাকা
নেত্রকোনা থেকে মধুপুর ১৫০ টাকা
নেত্রকোনা থেকে কালিবাড়ি ১২০ টাকা
নেত্রকোনা থেকে মুক্তাগাছা ১০০ টাকা
নেত্রকোনা থেকে ময়মনসিংহ ৬০ টাকা
শাহজালাল ট্রাভেলস বাসের সময়সূচি:
নেত্রকোণা টু টাঙ্গাইল
➖➖➖➖➖➖
🔷 ফার্স্ট ট্রিপ: দুপুর ১২.১০ টা
🔷 সেকেণ্ড ট্রিপ: দুপুর ২ টা
টাঙ্গাইল টু নেত্রকোণা
➖➖➖➖➖➖
🔷 ফার্স্ট ট্রিপ: সকাল ৭.১০ টা
🔷 সেকেণ্ড ট্রিপ: সকাল ৮ টা
শাহজালাল ট্রাভেলস বাস দিয়ে নেত্রকোনা থেকে টাঙ্গাইল যেতে সময় লাগে: ৪ ঘন্টা।
শাহজালাল ট্রাভেলস বাসের সকল কাউন্টার এবং কাউন্টারের মোবাইল নম্বর:
(যেখান থেকে শাহজালাল ট্রাভেলস বাসের টিকেট সংগ্রহ করবেন)
🔷 নেত্রকোণা কাউন্টার:
টিকেট মাস্টার: মাহাবুব
মোবাইল: ০১৭৮৮৪৬৫৮১৮, ০১৯৭২১৯২০৯৯
শাহজালাল ট্রাভেলস বাসের অগ্রিম সিট বুকিং দেওয়ার জন্য:
০১৯৭২-১৯২০৯৯,
০১৯২১-৩৩৬০০৬
শাহজালাল ট্রাভেলস বাসের সুপারভাইজারের মোবাইল নম্বর:
০১৯২১৩৩৬০০৬
শাহজালাল ট্রাভেলস বাসের অভিযোগ ও পরামর্শের জন্য:
01716-379037
শাহজালাল ট্রাভেলস বাসের চালক: মোঃ সোনা মিঞা
টাঙ্গাইল টু নেত্রকোনা
নেত্রকোনা টু টাঙ্গাইল
টাঙ্গাইল-ময়মনসিংহ-নেত্রকোনা
টাঙ্গাইল-নেত্রকোণা রুটে অন্যতম জনপ্রিয় ও সুসংগঠিত রিবডি বাস হচ্ছে শরীফ এন্টারপ্রাইজ। এই বাসের চ্যাসিস- আইশার প্যাকেট।
শরীফ এন্টারপ্রাইজ বাসের ভাড়া:
নেত্রকোনা থেকে টাঙ্গাইল ২৫০ টাকা
নেত্রকোনা থেকে এলেঙ্গা ২২০ টাকা
নেত্রকোনা থেকে কালিহাতি ২০০ টাকা
নেত্রকোনা থেকে ঘাটাইল ১৮০ টাকা
নেত্রকোনা থেকে মধুপুর ১৫০ টাকা
নেত্রকোনা থেকে কালিবাড়ি ১২০ টাকা
নেত্রকোনা থেকে মুক্তাগাছা ১০০ টাকা
নেত্রকোনা থেকে ময়মনসিংহ ৬০ টাকা
শরীফ এন্টারপ্রাইজ বাসের সময়সূচি:
নেত্রকোণা টু টাঙ্গাইল
➖➖➖➖➖➖
🔷 নেত্রকোনা হতে দুপুর ১২.৩০ টায় ছাড়ে।
টাঙ্গাইল টু নেত্রকোণা
➖➖➖➖➖➖
🔷 টাঙ্গাইল হতে সকাল ৭.১০ টায় ছাড়ে।
নেত্রকোনা থেকে চট্টগ্রাম সকল বাসের কাউন্টার, মোবাইল নম্বর, ভাড়া এবং যাতায়াতের সময়সূচি দেখুন এখানে
শরীফ এন্টারপ্রাইজ বাসের সকল কাউন্টার এবং কাউন্টারের মোবাইল নম্বর:
(যেখান থেকে শরীফ এন্টারপ্রাইজ বাসের টিকেট সংগ্রহ করবেন)
🔷 নেত্রকোণা কাউন্টার: ০১৯৭২১৯২০৯৯
🔷 টাঙ্গাইল কাউন্টার: ০১৮৩৬৪৫১০২০
শরীফ এন্টারপ্রাইজ বাসের অগ্রিম সিট বুকিং দেওয়ার জন্য:
০১৭৩৯-২৯৫৭৬৮
০১৯৭২-১৯২০৯৯
০১৮৩৬-৪৫১০২০
শরীফ এন্টারপ্রাইজ বাসের সুপারভাইজারের মোবাইল নম্বর:
০১৭৩৯২৯৫৭৬৮ (মামুন)
নেত্রকোনা – টাঙ্গাইল
টাঙ্গাইল টু নেত্রকোনা
ভায়া ময়মনসিংহ, মুক্তাগাছা, মধুপুর
টাঙ্গাইল-নেত্রকোণা রুটে অন্যতম জনপ্রিয় ও সুসংগঠিত বাস হচ্ছে ইকরাম পরিবহন। এই বাসের চ্যাসিস- লেল্যান্ড ১৬১৬।
ইকরাম পরিবহন বাসের ভাড়া:
নেত্রকোনা থেকে টাঙ্গাইল ২৫০ টাকা
নেত্রকোনা থেকে এলেঙ্গা ২২০ টাকা
নেত্রকোনা থেকে কালিহাতি ২০০ টাকা
নেত্রকোনা থেকে ঘাটাইল ১৮০ টাকা
নেত্রকোনা থেকে মধুপুর ১৫০ টাকা
নেত্রকোনা থেকে কালিবাড়ি ১২০ টাকা
নেত্রকোনা থেকে মুক্তাগাছা ১০০ টাকা
নেত্রকোনা থেকে ময়মনসিংহ ৬০ টাকা
ইকরাম পরিবহন বাসের সময়সূচি:
নেত্রকোণা টু টাঙ্গাইল
➖➖➖➖➖➖
🔷 নেত্রকোনা হতে সকাল ৮ টায় ছাড়ে।
টাঙ্গাইল টু নেত্রকোণা
➖➖➖➖➖➖
🔷 টাঙ্গাইল হতে দুপুর ২.৩০ টায় ছাড়ে।
ইকরাম পরিবহন বাসের সকল কাউন্টার এবং কাউন্টারের মোবাইল নম্বর:
(যেখান থেকে ইকরাম পরিবহন বাসের টিকেট সংগ্রহ করবেন)
🔷 নেত্রকোণা কাউন্টার: ০১৭৯৩০৭২৮৩৫
🔷 টাঙ্গাইল কাউন্টার: ০১৮৩৬৪৬১০২০
ইকরাম পরিবহন বাসের অগ্রিম সিট বুকিং দেওয়ার জন্য:
01793072338
ইকরাম পরিবহন বাসের সুপারভাইজারের মোবাইল নম্বর:
০১৭৯৩০৭২৮৩৮ (বায়েজিদ)
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (BRTC)
নেত্রকোনা টু টাঙ্গাইল
টাঙ্গাইল – নেত্রকোনা
ভায়া ঘাটাইল-মধুপুর-মুক্তাগাছা-শম্ভুগঞ্জ ব্রীজ-ময়মনসিংহ
বিআরটিসি পরিবহন বাসের ভাড়া:
নেত্রকোনা থেকে টাঙ্গাইল ২৫০ টাকা
নেত্রকোনা থেকে এলেঙ্গা ২২০ টাকা
নেত্রকোনা থেকে কালিহাতি ২০০ টাকা
নেত্রকোনা থেকে ঘাটাইল ১৮০ টাকা
নেত্রকোনা থেকে মধুপুর ১৫০ টাকা
নেত্রকোনা থেকে কালিবাড়ি ১২০ টাকা
নেত্রকোনা থেকে মুক্তাগাছা ১০০ টাকা
নেত্রকোনা থেকে ময়মনসিংহ ৬০ টাকা
বিআরটিসি পরিবহন বাসের সময়সূচি:
নেত্রকোণা টু টাঙ্গাইল
➖➖➖➖➖➖
🔷 নেত্রকোনা হতে সকাল ৭.১০ টায় ছাড়ে।
বিআরটিসি পরিবহন বাসের সকল কাউন্টার এবং কাউন্টারের মোবাইল নম্বর:
(যেখান থেকে বিআরটিসি পরিবহন বাসের টিকেট সংগ্রহ করবেন)
🔷 ০১৩০২-৬৫০১২৪
নেত্রকোনা থেকে টাঙ্গাইল এবং টাঙ্গাইল থেকে নেত্রকোনা রোডে চলাচলকারী সকল বাসের কাউন্টার, টিকেট কাটার মোবাইল নম্বর, ভাড়া এবং বাস চলাচলের সময়সূচি সংগ্রহের কাজটি আমরা করছি খুব দ্রুতগতিতে। উপরোল্লিখিত তালিকায় যেসব বাসের নাম আসেনি, তাদের বিস্তারিত তথ্যও আমরা কিছুদিনের মধ্যেই সংযোজন করবো ইনশাল্লাহ। আপনার জানা নেত্রকোনা হতে টাঙ্গাইল এবং টাঙ্গাইল হতে নেত্রকোনা রোডের কোন বাস এই লিস্টে না থাকলে, আপনি তা পোস্টের কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের। আমরা যথাসম্ভব তা প্রকাশ করতে চেষ্টা করবো।
উপরোল্লিখিত সকল বাস এবং বাস কোম্পানীর কোনোকিছুর সাথেই ‘নেত্র আলাপ’ সংশ্লিষ্ট নয়। ‘নেত্র আলাপ’ শুধুমাত্র পাঠকদের সুবিধার্থে এসব তথ্য সংগ্রহ ও প্রকাশ করে থাকে। বাস সংক্রান্ত কোনোকিছুর দায় ‘নেত্র আলাপ’ গ্রহণ করবে না।
নেত্রকোনা টু টাঙ্গাইল বাস, নেত্রকোণা টু টাঙ্গাইল বাস, টাঙ্গাইল টু নেত্রকোনা বাস, টাঙ্গাইল টু নেত্রকোণা বাস, নেত্রকোনা হতে টাঙ্গাইল বাস, নেত্রকোণা থেকে টাঙ্গাইল বাস, টাঙ্গাইল হতে নেত্রকোনা বাস, টাঙ্গাইল থেকে নেত্রকোণা বাস, নেত্রকোনা টু টাঙ্গাইল বাস কাউন্টার, নেত্রকোণা থেকে টাঙ্গাইল বাস মোবাইল নম্বর, নাম্বার, টাঙ্গাইল হতে নেত্রকোনা বাস ভাড়া, টাঙ্গাইল টু নেত্রকোণা বাস চলাচলের সময়সূচি, বাস ছাড়ার সময়, বাস কখন যায়, নেত্রকোনা বাস কাউন্টার নাম্বার, নেত্রকোনা বাস কাউন্টার, নেত্রকোনা বাস সার্ভিস, টাঙ্গাইল নেত্রকোনা বাস, টাঙ্গাইল টু নেত্রকোনা বাস সার্ভিস, টাঙ্গাইল থেকে নেত্রকোনা বাস ভাড়া, নেত্রকোনা টু টাঙ্গাইল বাস, netrokona to Tangail bus, netrokona to Tangail bus counter, Tangail to netrokona bus counter Mobile number, Tangail to netrokona bus vara, netrokona to Tangail bus time, নেত্রকোনা, নেত্রকোণা, টাঙ্গাইল, বাস, শাহজালাল, ইকরাম, বিআরটিসি, শরীফ বাস কাউন্টার, মোবাইল নম্বর, ভাড়া, সময়সূচি, নেত্রকোনা টু টাঙ্গাইল বাস টিকেট, নেত্রকোনা থেকে টাঙ্গাইল বাস টিকেট মূল্য, টিকেট কাটার উপায়
This Bangla article is about Counter, mobile number, bus fare and bus schedule of all buses operating from Netrakona district to Tangail district of Bangladesh.