1. admin@netroalap.com : admin :
প্রবাসীর সন্তানদেরকে কয়েক লাখ টাকা শিক্ষাবৃত্তি দিবে বাংলাদেশ সরকার - নেত্র আলাপ
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রবাসীর সন্তানদেরকে কয়েক লাখ টাকা শিক্ষাবৃত্তি দিবে বাংলাদেশ সরকার শেরপুর টু ঢাকা সকল বাসের কাউন্টার, মোবাইল নম্বর, ভাড়া এবং যাতায়াতের সময়সূচি বিনা জামানতে প্রবাসীদেরকে ১০ লাখ টাকা লোন দিবে বাংলাদেশ ব্যাংক সিঙ্গাপুরের প্রবাসী বাঙালিদের জন্য সকল চাকরির খবর এবং কাজের সন্ধান সিঙ্গাপুর প্রবাসী বাঙালিদের চাকরি খোঁজার জন্য সকল ফেইসবুক গ্রুপ ও পেইজের তালিকা বাহরাইনের প্রবাসী বাঙালিদের জন্য সকল চাকরির খবর এবং কাজের সন্ধান বাহরাইন প্রবাসী বাঙালিদের চাকরি খোঁজার জন্য সকল ফেইসবুক গ্রুপ ও পেইজের তালিকা কুয়েতের প্রবাসী বাঙালিদের জন্য সকল চাকরির খবর এবং কাজের সন্ধান কুয়েত প্রবাসী বাঙালিদের চাকরি খোঁজার জন্য সকল ফেইসবুক গ্রুপ ও পেইজের তালিকা কাতারের প্রবাসী বাঙালিদের জন্য সকল চাকরির খবর এবং কাজের সন্ধান

প্রবাসীর সন্তানদেরকে কয়েক লাখ টাকা শিক্ষাবৃত্তি দিবে বাংলাদেশ সরকার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩ Time View




প্রবাসী বাঙালি শ্রমিকদের সন্তানদের পড়াশোনার সুবিধার্থে দারুণ এক সুখবর দিলো সরকার। বাংলাদেশের যেসব নাগরিক কর্মসূত্রে প্রবাসে অবস্থান করছেন এবং দেশে থাকা তার সন্তান পড়ালেখায় নিয়োজিত, তাদেরকে কয়েক লাখ টাকা শিক্ষাবৃত্তি দিবে বাংলাদেশ সরকার। বিদেশে বসে অনলাইনেই করা যাবে আবেদন। সরকার কর্তৃক দেওয়া শর্তাবলি পূরণ করে অনলাইনে আবেদন করলেই পাওয়া যাবে এই শিক্ষাবৃত্তি।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ভবন থেকে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানের জন্য ২০২৪ সালের এসএসসি/সমমান এবং ২০২৩ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে।

 

বাংলাদেশ সরকার থেকে প্রবাসীর সন্তানের জন্য লাখ টাকা শিক্ষাবৃত্তি পেতে আবেদন করুন এখানে:



http://stipen.wewb.gov.bd/stipend

 

শর্তাবলি অনুযায়ী, প্রবাসী কর্মীর সন্তানগণ, যারা ২০২৪ সালে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণি অথবা ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত এবং ২০২৩ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, তারা শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষার্থীরা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ডাটাবেজের মাধ্যমে প্রবাসী কর্মী অথবা মৃত প্রবাসী কর্মীর সন্তান হিসেবে আবেদন করতে পারবেন।

.



বিনা জামানতে প্রবাসীদেরকে ১০ লাখ টাকা লোন দিবে বাংলাদেশ ব্যাংক। বিস্তারিত দেখুন এখানে….

.

শিক্ষাবৃত্তির জন্য আবেদনকারীদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীদের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে, যার মধ্যে রয়েছে পাসপোর্টের কপি, শিক্ষার্থীর ছবি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র এবং প্রবাসী কর্মীর অবস্থান বা মৃত্যু সংক্রান্ত সনদ (যদি প্রযোজ্য হয়)। আবেদন গ্রহণের সময়সীমা ২৫ নভেম্বর ২০২৪ থেকে ২৪ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য প্রবাসবন্ধু কলসেন্টারে (১৬১৩৫ টোল ফ্রি) যোগাযোগ করা যেতে পারে।

 

প্রবাসী সন্তানের শিক্ষাবৃত্তির বিস্তারিত নিয়ম কানুন, শর্ত এবং আবেদনের প্রক্রিয়া দেখুন এখানে:



www.wewb.gov.bd

 

শিক্ষাবৃত্তির জন্য আবেদনের শর্তাবলি:

 

(১) যে সকল প্রবাসী কর্মীর সন্তানগণ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে-

 

( ক) বিএমইটি’র ডাটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসী কর্মীর সন্তান;

 

(খ) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন এমন মৃত প্রবাসী কর্মীর সন্তান।

 

(২) আবেদনের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি মূলকপি হতে স্ক্যান করে স্ক্যান কপি আপলোড করতে হবে: (অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড Image(.Jpeg) ফরমেট হতে হবে)

 

ক) পিতা/মাতা প্রবাসী কর্মী হওয়ার স্বপক্ষে প্রমাণক হিসাবে (BMET বহির্গমন ছাড়পত্র/WEWB সদস্যপদ সম্বলিত) পাসপোর্ট এর কপি;

 

খ) শিক্ষার্থীর ০১ (এক) কপি ছবি (height-width: ৩০০×৩০০ পিক্সেল);

 

গ) শিক্ষার্থীর স্বাক্ষর (height-width: ৮০০৩০০ পিক্সেল);

 

ঘ) শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরসহ অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রদত্ত প্রত্যয়ন পত্র; (height-width: ৮০০৬”)

 

ঙ) প্রবাসে মৃত কর্মীর সন্তানদের ক্ষেত্রে বিদেশস্থ বাংলাদেশ মিশন কর্তৃক ইস্যুকৃত NOC (দুতাবাস সনদ) এর কপি। (height-width: ৮০০৬”)

 

চ) শিক্ষার্থীর কন্মনিবন্ধন/NID কার্ড এর কপি। (height-width: ৮০০×৬”)



(৩) শিক্ষাবৃত্তি প্রদানের মেয়াদ:

 

ক) এসএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত ০২ (দুই) বছর ও ডিপ্লোমা শ্রেণিতে অধ্যয়নরতদের জন্য ০৪ (চার) বছর; এবং

 

খ) এইচএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে ৩ (তিন) বছর/স্নাতক (সম্মান) পর্যায়ে ৪ (বছর) ও মেডিকেলের জন্য ৫ বছর বৃত্তি প্রদান করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর সেশনজট বিবেচনায় আনা হবে না।

 

(৪) অনলাইনে আবেদনের প্রক্রিয়া:

 

ক) সকল শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইনে আবেদনের জন্য www.wewb.gov.bd অথবা

http://stipen.wewb.gov.bd/stipend লিংকে ভিজিট করুন।

 

খ) অনলাইনে অবেদনের সময়সীমা: ২৫ নভেম্বর হতে ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।




(৫) শর্তাবলি:

 

(ক) শিক্ষার্থীর মোবাইল নম্বর এবং মাতা/পিতা/অভিভাবক এর মোবাইল নম্বর অবশ্যই আবেদনে উল্লেখ করতে হবে।

 

(খ ) প্রবাসী কর্মীর পাসপোর্টে উল্লিখিত নামের সাথে আবেদনকারীর সনদে উল্লিখিত পিতা/মাতার নামের গরমিল পরিলক্ষিত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

 

(গ) শিক্ষাবৃত্তির আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে, সরাসরি বা ডাকযোগে আবেদন গ্রহণ করা হবে না।

 

(ঘ) অসম্পূর্ণ এবং ভুল তথ্য প্রদানকৃত আবেদন বাতিল বলে গণ্য হবে এবং বৃত্তি প্রদান সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

 

(৫) এ সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ২৪/৭ “প্রবাসবন্ধু কলসেন্টার” এর দেশ থেকে ১৬১৩৫ (টোল ফ্রি) এবংবিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করা যাবে।

 

প্রবাসী সন্তান শিক্ষাবৃত্তি, প্রবাসী সন্তান শিক্ষাবৃত্তি আবেদন, প্রবাসী কল্যাণ ব্যাংক শিক্ষাবৃত্তি, প্রবাসী শিক্ষাবৃত্তি, প্রবাসী শিক্ষাবৃত্তি, প্রবাসী টাকা, প্রবাসী ব্যাংক শিক্ষাবৃত্তি, প্রবাসী ব্যাংক শিক্ষাবৃত্তি, প্রবাসী ব্যাংক টাকা, প্রবাসী শিক্ষাবৃত্তি, প্রবাসী শিক্ষা লোন, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ, ব্যাংক, প্রবাসী, প্রবাসী বাঙালি, প্রবাসী শ্রমিক, শিক্ষাবৃত্তি, স্কলারশিপ, প্রবাসী শিক্ষাবৃত্তি আবেদন, প্রবাসী শিক্ষাবৃত্তি পাওয়ার নিয়ম, প্রবাসী শিক্ষাবৃত্তি পাওয়ার পদ্ধতি, প্রবাসী শিক্ষাবৃত্তি প্রয়োজনীয় কাগজপত্র, প্রবাসী শিক্ষাবৃত্তি শর্ত, প্রবাসী শিক্ষাবৃত্তি আবেদনের নিয়ম, প্রবাসী শিক্ষাবৃত্তি পাওয়ার উপায়, প্রবাসী শিক্ষাবৃত্তি যা যা লাগবে, প্রবাসী শিক্ষাবৃত্তি সোনালী ব্যাংক, প্রবাসী শিক্ষাবৃত্তি ২০২৪, প্রবাসী শিক্ষাবৃত্তি ইসলামী ব্যাংক, প্রবাসী শিক্ষাবৃত্তি এনজিও, প্রবাসী স্কলারশীপ বাংলাদেশ, প্রবাসী শিক্ষাবৃত্তি ব্র্যাক ব্যাংক, প্রবাসী শিক্ষাবৃত্তি সুবিধা, প্রবাসী শিক্ষাবৃত্তি আবেদন ফরম, প্রবাসী শিক্ষাবৃত্তি ২০২৪, প্রবাসী শিক্ষাবৃত্তি নেওয়ার নিয়ম, প্রবাসী শিক্ষাবৃত্তি ব্রাক ব্যাংক, প্রবাসী শিক্ষাবৃত্তি বাংলাদেশ ব্যাংক, প্রবাসী শিক্ষাবৃত্তি ইসলামী ব্যাংক, প্রবাসী কল্যাণ ঋণ, প্রবাসী পুনর্বাসন ঋণ, প্রবাসী কর্মসংস্থান শিক্ষাবৃত্তি প্রকল্প, প্রবাসী শিক্ষাবৃত্তি, প্রবাসী স্কলারশিপ নেওয়ার সহজ উপায়, প্রবাসী শিক্ষাবৃত্তি নিতে কী কী দরকার হয়, প্রবাসী ব্যাংক শিক্ষাবৃত্তি নিয়ম, প্রবাসী কল্যাণ ব্যাংক শিক্ষাবৃত্তি নিয়ম ২০২৪, কোন কোন ব্যাংক প্রবাসী শিক্ষাবৃত্তি দেয় ২০২৪, প্রবাসী শিক্ষাবৃত্তি কি কি ডকুমেন্ট লাগে, প্রবাসী কত টাকা শিক্ষাবৃত্তি দেয়, Bangladesh expatriates scholarship, Bangladesh expatriates scholarship, Bangladesh expatriates scholarship, Bangladesh expatriates scholarship procedure, Bangladesh expatriates scholarship details, প্রবাসী শিক্ষাবৃত্তি আবেদন স্কলারশীপ

 

This Bangla article is about Scholarship offered by the Government of Bangladesh for children of expatriate Bengalis and its application, rules, conditions and details.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 নেত্র আলাপ

About Us    Contact us  DMCA / Copyrights Disclaimer   Sitemap  Terms & Conditions  

Privacy Policy

Theme Customized BY WooHostBD