1. admin@netroalap.com : admin :
চট্টগ্রাম টু ঢাকা এবং ঢাকা টু চট্টগ্রাম সকল ট্রেনের যাওয়া আসার সময়সূচি - নেত্র আলাপ
শনিবার, ২১ জুন ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নাটোর টু ঢাকা এবং ঢাকা টু নাটোর সকল ট্রেনের যাওয়া আসার সময়সূচি রাজশাহী টু ঢাকা এবং ঢাকা টু রাজশাহী সকল ট্রেনের যাওয়া আসার সময়সূচি চাঁপাইনবাবগঞ্জ টু ঢাকা এবং ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ সকল ট্রেনের যাওয়া আসার সময়সূচি নওগাঁ টু ঢাকা এবং ঢাকা টু নওগাঁ সকল ট্রেনের যাওয়া আসার সময়সূচি বগুড়া টু ঢাকা এবং ঢাকা টু বগুড়া সকল ট্রেনের যাওয়া আসার সময়সূচি গাইবান্ধা টু ঢাকা এবং ঢাকা টু গাইবান্ধা সকল ট্রেনের যাওয়া আসার সময়সূচি রংপুর টু ঢাকা এবং ঢাকা টু রংপুর সকল ট্রেনের যাওয়া আসার সময়সূচি লালমনিরহাট টু ঢাকা এবং ঢাকা টু লালমনিরহাট সকল ট্রেনের যাওয়া আসার সময়সূচি জয়পুরহাট টু ঢাকা এবং ঢাকা টু জয়পুরহাট সকল ট্রেনের যাওয়া আসার সময়সূচি দিনাজপুর টু ঢাকা এবং ঢাকা টু দিনাজপুর সকল ট্রেনের যাওয়া আসার সময়সূচি

চট্টগ্রাম টু ঢাকা এবং ঢাকা টু চট্টগ্রাম সকল ট্রেনের যাওয়া আসার সময়সূচি

পরিবহণ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩২৯ Time View

চট্টগ্রাম থেকে প্রতিদিন ১০ টি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে প্রতিদিন ১০ টি ট্রেন ছেড়ে আসে। এই ট্রেনগুলো ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলা হয়ে ঢাকার দিকে যায়। চট্টগ্রাম জেলার জনগণ এই ট্রেনগুলোর উপর অনেকাংশে নির্ভরশীল। জরুরী প্রয়োজন কিংবা ট্যুর, বিভিন্ন উদ্দেশ্যে প্রতিদিন চট্টগ্রামেট হাজার হাজার মানুষ এই ট্রেনগুলো ব্যবহার করে থাকেন। চট্টগ্রাম টু ঢাকা এবং ঢাকা টু চট্টগ্রাম এই ট্রেনগুলো দিয়ে প্রতিদিন চট্টগ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু ট্রেন দিয়ে যাতায়াত করতে হলে সেই ট্রেনের সময়সূচি জানা জরুরী। ট্রেনের যাওয়া আসার সময়সূচি জানা না থাকলে নিশ্চিন্তে ট্রেনে ভ্রমণ করা সম্ভব হয়ে উঠে না। এ সমস্যা দূর করতেই চট্টগ্রাম জেলাবাসীর সুবিধার্থে আমরা চট্টগ্রাম থেকে ঢাকা এবং ঢাকা থেকে চট্টগ্রাম রোডের সকল ট্রেনের যাওয়া আসার সময়সূচি এখানে উপস্থাপন করেছি। এখন থেকে আর কারো কাছে জিজ্ঞেস করে হয়রান হতে হবে না আপনার। ঘরে বসেই এক ক্লিকে পেয়ে যাবেন চট্টগ্রাম টু ঢাকা এবং ঢাকা টু চট্টগ্রাম রোডে চলাচলকারী সকল ট্রেনের যাওয়া আসার সঠিক সময়। যেকোনো মূহুর্তে চট্টগ্রাম হতে ঢাকা এবং ঢাকা হতে চট্টগ্রাম রোডের সকল ট্রেনের বিভিন্ন স্টেশনে পৌঁছানো এবং ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি জানতে ভিজিট করুন (netroalap.com/chattogram-to-dhaka-train) এই লিংকে।

 

★ চট্টগ্রাম থেকে ঢাকা গামী সকল আপ ট্রেনের সময়সূচি:

 

⏩ মহানগর গোধূলী এক্সপ্রেস (আপ ৭০৩)

 

🔷 চট্টগ্রাম থেকে ছাড়ে –  বিকাল ০৩ টায়

🔷 ফেনী থেকে ছাড়ে – বিকাল ০৪ টা ২২ মিনিটে

🔷 গুণবতী থেকে ছাড়ে –  বিকাল ০৪ টা ৩৮ মিনিটে

🔷 লাকসাম থেকে ছাড়ে –  বিকাল ০৫ টা ০৬ মিনিটে

🔷 কুমিল্লা থেকে ছাড়ে –  বিকাল ০৫ টা ২৯ মিনিটে

🔷 আখাউড়া থেকে ছাড়ে –  সন্ধ্যা ০৬ টা ২৩ মিনিটে

🔷 ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়ে – সন্ধ্যা ০৬ টা ৪৫ মিনিটে

🔷 ভৈরব বাজার থেকে ছাড়ে – সন্ধ্যা ০৭ টা ০৮ মিনিটে

🔷 ঢাকা পৌঁছে – রাত ০৮ টা ৪৫ মিনিটে

 

🔴 এই ট্রেনের কোনো সাপ্তাহিক ছুটি নেই।

 

⏩ মহানগর এক্সপ্রেস (আপ ৭২১)

 

🔷 চট্টগ্রাম থেকে ছাড়ে –  দুপুর ১২ টা ৩০ মিনিটে

🔷 কুমিরা থেকে ছাড়ে –  দুপুর ১২ টা ৫৮ মিনিটে

🔷 ফেনী থেকে ছাড়ে – দুপুর ০১ টা ৫৯ মিনিটে

🔷 লাঙ্গলকোট থেকে ছাড়ে –  দুপুর ০২ টা ২৬ মিনিটে

🔷 লাকসাম থেকে ছাড়ে –  দুপুর ০২ টা ৪৪ মিনিটে

🔷 কুমিল্লা থেকে ছাড়ে –  বিকাল ০৩ টা ০৮ মিনিটে

🔷 কসবা থেকে ছাড়ে –  বিকাল ০৩ টা ৪০ মিনিটে

🔷 আখাউড়া থেকে ছাড়ে – বিকাল ০৪ টা ০৮ মিনিটে

🔷 ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়ে – বিকাল ০৪ টা ৩০ মিনিটে

🔷 আশুগঞ্জ থেকে ছাড়ে – বিকাল ০৪ টা ৪৭ মিনিটে

🔷 ভৈরব বাজার থেকে ছাড়ে – বিকাল ০৪ টা ৫৭ মিনিটে

🔷 নরসিংদী থেকে ছাড়ে – বিকাল ০৫ টা ২৯ মিনিটে

🔷 ঢাকা পৌঁছে – সন্ধ্যা ০৬ টা ৪০ মিনিটে

 

🔴 সাপ্তাহিক ছুটি হিসেবে প্রতি রবিবার মহানগর এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকে।

 

⏩ তূর্ণা এক্সপ্রেস (আপ ৭৪১)

 

🔷 চট্টগ্রাম থেকে ছাড়ে –  রাত ১১ টা ৩০ মিনিটে

🔷 ফেনী থেকে ছাড়ে – রাত ১২ টা ৫২ মিনিটে

🔷 লাকসাম থেকে ছাড়ে –  রাত ০১ টা ৩২ মিনিটে

🔷 কুমিল্লা থেকে ছাড়ে –  রাত ০১ টা ৫৭ মিনিটে

🔷 আখাউড়া থেকে ছাড়ে –  রাত ০২ টা ৫০ মিনিটে

🔷 ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়ে – রাত ০৩ টা ১০ মিনিটে

🔷 ভৈরব বাজার থেকে ছাড়ে – রাত ০৩ টা ৩৩ মিনিটে

🔷 ঢাকা পৌঁছে – ভোর ০৫ টা ১০ মিনিটে

 

🔴 এই ট্রেনের কোনো সাপ্তাহিক ছুটি নেই।

 

⏩ সুবর্ণ এক্সপ্রেস (আপ ৭০১)

 

🔷 চট্টগ্রাম থেকে ছাড়ে – সকাল ০৭ টায়

🔷 ঢাকা পৌঁছে – সকাল ১১ টা ৫৫ মিনিটে

 

🔴 সাপ্তাহিক ছুটি হিসেবে প্রতি সোমবার সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকে।

 

⏩ সোনার বাংলা এক্সপ্রেস (আপ ৭৮৭)

 

🔷 চট্টগ্রাম থেকে ছাড়ে – বিকাল ০৫ টায়

🔷 ঢাকা পৌঁছে – রাত ৯ টা ৫৫ মিনিটে

 

🔴 সাপ্তাহিক ছুটি হিসেবে প্রতি মঙ্গলবার সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকে।

বিসিএসসহ সকল চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য টিপস ও সাজেশন দেখুন এখানে

 

⏩ পর্যটক এক্সপ্রেস (আপ ৮১৫)

 

🔷 চট্টগ্রাম থেকে ছাড়ে – রাত ১১ টা ১৫ মিনিটে

🔷 ঢাকা পৌঁছে – ভোর ৪ টা ২০ মিনিটে

 

🔴 সাপ্তাহিক ছুটি হিসেবে প্রতি বুধবার পর্যটক এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকে।

 

⏩ কক্সবাজার এক্সপ্রেস (আপ ৮১৩)

 

🔷 চট্টগ্রাম থেকে ছাড়ে – বিকাল ০৩ টা ৪০ মিনিটে

🔷 ঢাকা পৌঁছে – রাত ৯ টায়

 

🔴 সাপ্তাহিক ছুটি হিসেবে প্রতি মঙ্গলবার কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকে।

 

⏩ কর্ণফুলী কমিউটার (আপ ৩)

 

🔷 চট্টগ্রাম থেকে ছাড়ে – সকাল ০৯ টা ৪৫ মিনিটে

🔷 পাহাড়তলী থেকে ছাড়ে – সকাল ০৯ টা ৫৭ মিনিটে

🔷 সীতাকুন্ড থেকে ছাড়ে – সকাল ১০ টা ৩২ মিনিটে

🔷 চিনকি আস্তানা থেকে ছাড়ে – সকাল ১১ টা ০৭ মিনিটে

🔷 ফেনী থেকে ছাড়ে – সকাল ১১ টা ৩১ মিনিটে

🔷 গুণবতী থেকে ছাড়ে – সকাল ১১ টা ৪৮ মিনিটে

🔷 হাসানপুর থেকে ছাড়ে – দুপুর ১২ টায়

🔷 নাঙ্গলকোট থেকে ছাড়ে – দুপুর ১২ টা ১০ মিনিটে

🔷 লাকসাম জং থেকে ছাড়ে – দুপুর ১২ টা ২৮ মিনিটে

🔷 কুমিল্লা থেকে ছাড়ে – দুপুর ১২ টা ৫৫ মিনিটে

🔷 সদর রসুলপুর থেকে ছাড়ে – দুপুর ০১ টা ০৬ মিনিটে

🔷 রাজাপুর থেকে ছাড়ে – দুপুর ০১ টা ১৮ মিনিটে

🔷 শশীদল থেকে ছাড়ে – দুপুর ০১ টা ২৯ মিনিটে

🔷 সালদা নদী থেকে ছাড়ে – দুপুর ০১ টা ৫৭ মিনিটে

🔷 মন্দবাগ থেকে ছাড়ে – দুপুর ০১ টা ৪৩ মিনিটে

🔷 কসবা থেকে ছাড়ে – দুপুর ০১ টা ৫৪ মিনিটে

🔷 ইমামবাড়ী থেকে ছাড়ে – দুপুর ০২ টা ০৩ মিনিটে

🔷 গঙ্গাসাগর থেকে ছাড়ে – দুপুর ০২ টা ১৩ মিনিটে

🔷 আখাউড়া জং থেকে ছাড়ে – দুপুর ০২ টা ৩০ মিনিটে

🔷 ভাতশালা থেকে ছাড়ে – দুপুর ০২ টা ৪০ মিনিটে

🔷 পাঘাচং থেকে ছাড়ে – দুপুর ০২ টা ৪৯ মিনিটে

🔷 ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়ে – বিকাল ০৩ টা ০১ মিনিটে

🔷 তালশহর থেকে ছাড়ে – বিকাল ০৩ টা ১৫ মিনিটে

🔷 আশুগঞ্জ থেকে ছাড়ে – বিকাল ০৩ টা ২৫ মিনিটে

🔷 ভৈরব বাজার জং থেকে ছাড়ে – বিকাল ০৩ টা ৩৫ মিনিটে

🔷 দৌলতকান্দি থেকে ছাড়ে – বিকাল ০৩ টা ৪৪ মিনিটে

🔷 শ্রীনিধি থেকে ছাড়ে – বিকাল ০৩ টা ৫৩ মিনিটে

🔷 মেথিকান্দা থেকে ছাড়ে – বিকাল ০৪ টা ০২ মিনিটে

🔷 হাটুভাঙ্গা থেকে ছাড়ে – বিকাল ০৪ টা ১০ মিনিটে

🔷 খানাবাড়ী থেকে ছাড়ে – বিকাল ০৪ টা ২০ মিনিটে

🔷 আমিরগঞ্জ থেকে ছাড়ে – বিকাল ০৪ টা ২৮ মিনিটে

🔷 নরসিংদী থেকে ছাড়ে – বিকাল ০৪ টা ৩৮ মিনিটে

🔷 জিনারদী থেকে ছাড়ে – বিকাল ০৪ টা ৪৮ মিনিটে

🔷 ঘোড়াশাল থেকে ছাড়ে – বিকাল ০৪ টা ৫৭ মিনিটে

🔷 ঘোড়াশাল ফ্ল্যাগ থেকে ছাড়ে – বিকাল ০৫ টা ০৩ মিনিটে

🔷 আড়িখোলা থেকে ছাড়ে – বিকাল ০৫ টা ১৫ মিনিটে

🔷 পূবাইল থেকে ছাড়ে – বিকাল ০৫ টা ২৮ মিনিটে

🔷 টঙ্গী জং থেকে ছাড়ে – বিকাল ০৫ টা ৪২ মিনিটে

🔷 ঢাকা বিমানবন্দর থেকে ছাড়ে – বিকাল ০৫ টা ৫২ মিনিটে

🔷 তেজগাঁও থেকে ছাড়ে – সন্ধ্যা ০৬ টা ১০ মিনিটে

🔷 ঢাকা পৌঁছে – সন্ধ্যা ০৬ টা ২০ মিনিটে

 

🔴 এই ট্রেনের কোনো সাপ্তাহিক ছুটি নেই।

 

⏩ চট্টলা এক্সপ্রেস (আপ ৮০১)

 

🔷 চট্টগ্রাম থেকে ছাড়ে –  সকাল ০৬ টায়

🔷 কুমিরা থেকে ছাড়ে –  সকাল ০৬ টা ২৮ মিনিটে

🔷 ফেনী থেকে ছাড়ে – সকাল ০৭ টা ৩১ মিনিটে

🔷 হাসানপুর থেকে ছাড়ে – সকাল ০৭ টা ৫৪ মিনিটে

🔷 লাঙ্গলকোট থেকে ছাড়ে –  সকাল ০৮ টা ০৪ মিনিটে

🔷 লাকসাম থেকে ছাড়ে –  সকাল ০৮ টা ২০ মিনিটে

🔷 কুমিল্লা থেকে ছাড়ে –  সকাল ০৮ টা ৪৪ মিনিটে

🔷 শশীদল থেকে ছাড়ে –  সকাল ০৯ টা ০৭ মিনিটে

🔷 কসবা থেকে ছাড়ে –  সকাল ০৯ টা ৪১ মিনিটে

🔷 আখাউড়া থেকে ছাড়ে – সকাল ১০ টা ০৮ মিনিটে

🔷 ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়ে – সকাল ১০ টা ২৯ মিনিটে

🔷 ভৈরব বাজার থেকে ছাড়ে – সকাল ১০ টা ৫৩ মিনিটে

🔷 মেথিকান্দা থেকে ছাড়ে – সকাল ১১ টা ১০ মিনিটে

🔷 নরসিংদী থেকে ছাড়ে – সকাল ১১ টা ৩০ মিনিটে

🔷 বিমানবন্দর থেকে ছাড়ে – দুপুর ১২ টা ১৩ মিনিটে

🔷 ঢাকা পৌঁছে – দুপুর ১২ টা ৪০ মিনিটে

 

🔴 সাপ্তাহিক ছুটি হিসেবে প্রতি শুক্রবার চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকে।

 

⏩ ঢাকা মেইল (আপ ১)

 

🔷 চট্টগ্রাম থেকে ছাড়ে –  রাত ১০ টা ৩০ মিনিটে

🔷 ভাটিয়ারী থেকে ছাড়ে –  রাত ১০ টা ৪৯ মিনিটে

🔷 ফেনী থেকে ছাড়ে –  রাত ১২ টা ০৬ মিনিটে

🔷 লাকসাম থেকে ছাড়ে –  রাত ১২ টা ৫৭ মিনিটে

🔷 কুমিল্লা থেকে ছাড়ে –  রাত ০১ টা ২৭ মিনিটে

🔷 আখাউড়া থেকে ছাড়ে –  রাত ০৩ টা ২০ মিনিটে

🔷 ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়ে –  রাত ০৩ টা ৪৪ মিনিটে

🔷 আশুগঞ্জ থেকে ছাড়ে –  রাত ০৪ টা টা ০২ মিনিটে

🔷 ভৈরব বাজার থেকে ছাড়ে –  রাত ০৪ টা ১৭ মিনিটে

🔷 নরসিংদী থেকে ছাড়ে –  রাত ০৪ টা ৫৫ মিনিটে

🔷 ঘোড়াশাল ফ্ল্যাগ থেকে ছাড়ে –  ভোর ০৫ টা ১২ মিনিটে

🔷 আড়িখোলা থেকে ছাড়ে –  ভোর ০৫ টা ৪৪ মিনিটে

🔷 টঙ্গী থেকে ছাড়ে –  সকাল ০৬ টা ২৭ মিনিটে

🔷 ঢাকা বিমানবন্দর থেকে ছাড়ে –  সকাল ০৬ টা ৩৮ মিনিটে

🔷 ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছাড়ে –  সকাল ০৬ টা ৫০ মিনিটে

🔷 ঢাকা (কমলাপুর) পৌঁছে – সকাল ০৭ টা ২০ মিনিটে

 

🔴 এই ট্রেনের কোনো সাপ্তাহিক ছুটি নেই।

 

★ ঢাকা থেকে চট্টগ্রাম গামী সকল ডাউন ট্রেনের সময়সূচি:

 

⏩ মহানগর প্রভাতী এক্সপ্রেস (ডাউন ৭০৪)

 

🔷 ঢাকা থেকে ছাড়ে – সকাল ০৭ টা ৪৫ মিনিটে

🔷 বিমানবন্দর থেকে ছাড়ে – সকাল ০৮ টা ১২ মিনিটে

🔷 ভৈরব বাজার থেকে ছাড়ে – সকাল ০৯ টা ১৯ মিনিটে

🔷 ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়ে – সকাল ০৯ টা ৪৩ মিনিটে

🔷 আখাউড়া থেকে ছাড়ে – সকাল ১০ টা ০৮ মিনিটে

🔷 কুমিল্লা থেকে ছাড়ে – সকাল ১০ টা ৫৩ মিনিটে

🔷 লাকসাম থেকে ছাড়ে – সকাল ১১ টা ১৭ মিনিটে

🔷 গুণবতী থেকে ছাড়ে – সকাল ১১ টা ৪৫ মিনিটে

🔷 ফেনী থেকে ছাড়ে – দুপুর ১২ টা ০২ মিনিটে

🔷 চট্টগ্রাম পৌঁছে – দুপুর ০১ টা ৩৫ মিনিটে

 

🔴 এই ট্রেনের কোনো সাপ্তাহিক ছুটি নেই।

 

⏩ মহানগর এক্সপ্রেস (ডাউন ৭২২)

 

🔷 ঢাকা থেকে ছাড়ে – রাত ০৯ টা ২০ মিনিটে

🔷 বিমানবন্দর থেকে ছাড়ে – রাত ০৯ টা ৪৮ মিনিটে

🔷 নরসিংদী থেকে ছাড়ে – রাত ১০ টা ৩০ মিনিটে

🔷 ভৈরব বাজার থেকে ছাড়ে – রাত ১১ টা ০৩ মিনিটে

🔷 আশুগঞ্জ থেকে ছাড়ে – রাত ১১ টা ১৩ মিনিটে

🔷 ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়ে – রাত ১১ টা ৩১ মিনিটে

🔷 আখাউড়া থেকে ছাড়ে – রাত ১১ টা ৫৮ মিনিটে

🔷 কসবা থেকে ছাড়ে – রাত ১২ টা ১৬ মিনিটে

🔷 কুমিল্লা থেকে ছাড়ে – রাত ১২ টা ৪৮ মিনিটে

🔷 লাকসাম থেকে ছাড়ে – রাত ০১ টা ১২ মিনিটে

🔷 লাঙ্গলকোট থেকে ছাড়ে – রাত ০১ টা ২৮ মিনিটে

🔷 ফেনী থেকে ছাড়ে – রাত ০১ টা ৫৫ মিনিটে

🔷 কুমিরা থেকে ছাড়ে – রাত ০২ টা ৫৫ মিনিটে

🔷 চট্টগ্রাম পৌঁছে – রাত ০৩ টা ৩০ মিনিটে

 

🔴 সাপ্তাহিক ছুটি হিসেবে প্রতি রবিবার মহানগর এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকে।

 

⏩ তূর্ণা এক্সপ্রেস (ডাউন ৭৪২)

 

🔷 ঢাকা থেকে ছাড়ে – রাত ১১ টা ১৫ মিনিটে

🔷 বিমানবন্দর থেকে ছাড়ে – রাত ১১ টা ৪৩ মিনিটে

🔷 ভৈরব বাজার থেকে ছাড়ে – রাত ১২ টা ৫২ মিনিটে

🔷 ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়ে – রাত ০১ টা ১৬ মিনিটে

🔷 আখাউড়া থেকে ছাড়ে – রাত ০১ টা ৫০ মিনিটে

🔷 কুমিল্লা থেকে ছাড়ে – রাত ০২ টা ৩৫ মিনিটে

🔷 লাকসাম থেকে ছাড়ে – রাত ০৩ টায়

🔷 ফেনী থেকে ছাড়ে – রাত ০৩ টা ৪২ মিনিটে

🔷 চট্টগ্রাম পৌঁছে – ভোর ০৫ টা ১৫ মিনিটে

 

🔴 এই ট্রেনের কোনো সাপ্তাহিক ছুটি নেই।

 

⏩ সুবর্ণ এক্সপ্রেস (ডাউন ৭০২)

 

🔷 ঢাকা থেকে ছাড়ে – বিকাল ০৪ টা ৩০ মিনিটে

🔷 বিমানবন্দর থেকে ছাড়ে – বিকাল ০৪ টা ৫৮ মিনিটে

🔷 চট্টগ্রাম পৌঁছে – রাত ০৯ টা ২৫ মিনিটে

 

🔴 সাপ্তাহিক ছুটি হিসেবে প্রতি সোমবার সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকে।

 

⏩ সোনার বাংলা এক্সপ্রেস (ডাউন ৭৮৮)

 

🔷 ঢাকা থেকে ছাড়ে – সকাল ০৭ টায়

🔷 বিমানবন্দর থেকে ছাড়ে – সকাল ০৭ টা ২৭ মিনিটে

🔷 চট্টগ্রাম পৌঁছে – সকাল ১১ টা ৫৫ মিনিটে

 

🔴 সাপ্তাহিক ছুটি হিসেবে প্রতি বুধবার সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকে।

নেত্রকোনার ডিঙ্গাপোতা হাওর ভ্রমণ গাইড, ট্যুর প্ল্যান, যাতায়াত, হোটেল, দর্শনীয় স্থান, খরচ এর বিস্তারিত

 

⏩ পর্যটক এক্সপ্রেস (ডাউন ৮১৬)

 

🔷 ঢাকা থেকে ছাড়ে – সকাল ০৬ টা ১৫ মিনিটে

🔷 বিমানবন্দর থেকে ছাড়ে – সকাল ০৬ টা ৪৩ মিনিটে

🔷 চট্টগ্রাম পৌঁছে – সকাল ১১ টা ২০ মিনিটে

 

🔴 সাপ্তাহিক ছুটি হিসেবে প্রতি বুধবার পর্যটক এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকে।

 

⏩ কক্সবাজার এক্সপ্রেস (ডাউন ৮১৪)

 

🔷 ঢাকা থেকে ছাড়ে – রাত ১১ টায়

🔷 বিমানবন্দর থেকে ছাড়ে – রাত ১১ টা ২৮ মিনিটে

🔷 চট্টগ্রাম পৌঁছে – রাত ০৩ টা ৪০ মিনিটে

 

🔴 সাপ্তাহিক ছুটি হিসেবে প্রতি সোমবার কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকে।

 

⏩ কর্ণফুলী কমিউটার (ডাউন ৪)

 

🔷 ঢাকা থেকে ছাড়ে – সকাল ০৮ টা ৪৫ মিনিটে

🔷 তেজগাঁও থেকে ছাড়ে – সকাল ০৮ টা ৫৮ মিনিটে

🔷 ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছাড়ে – সকাল ০৯ টা ১০ মিনিটে

🔷 ঢাকা বিমানবন্দর থেকে ছাড়ে – সকাল ০৯ টা ২০ মিনিটে

🔷 টঙ্গী জং থেকে ছাড়ে – সকাল ০৯ টা ৩২ মিনিটে

🔷 পূবাইল থেকে ছাড়ে – সকাল ০৯ টা ৪৫ মিনিটে

🔷 আড়িখোলা থেকে ছাড়ে – সকাল ০৯ টা ৫৭ মিনিটে

🔷 ঘোড়াশাল ফ্ল্যাগ থেকে ছাড়ে – সকাল ১০ টা ০৯ মিনিটে

🔷 ঘোড়াশাল থেকে ছাড়ে – সকাল ১০ টা ১৫ মিনিটে

🔷 জিনারদী থেকে ছাড়ে – সকাল ১০ টা ৩৫ মিনিটে

🔷 নরসিংদী থেকে ছাড়ে – সকাল ১০ টা ৪৫ মিনিটে

🔷 আমিরগঞ্জ থেকে ছাড়ে – সকাল ১০ টা ৫৪ মিনিটে

🔷 খানাবাড়ী থেকে ছাড়ে – সকাল ১১ টা ০২ মিনিটে

🔷 হাটুভাঙ্গা থেকে ছাড়ে – সকাল ১১ টা ১২ মিনিটে

🔷 মেথিকান্দা থেকে ছাড়ে – সকাল ১১ টা ২০ মিনিটে

🔷 শ্রীনিধি থেকে ছাড়ে – সকাল ১১ টা ২৯ মিনিটে

🔷 দৌলতকান্দি থেকে ছাড়ে – সকাল ১১ টা ৩৮ মিনিটে

🔷 ভৈরব বাজার জং থেকে ছাড়ে – সকাল ১১ টা ৪৭ মিনিটে

🔷 আশুগঞ্জ থেকে ছাড়ে – সকাল ১১ টা ৫৭ মিনিটে

🔷 তালশহর থেকে ছাড়ে – দুপুর ১২ টা ০৬ মিনিটে

🔷 ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়ে – দুপুর ১২ টা ২০ মিনিটে

🔷 পাঘাচং থেকে ছাড়ে – দুপুর ১২ টা ৩২ মিনিটে

🔷 ভাতশালা থেকে ছাড়ে – দুপুর ১২ টা ৪১ মিনিটে

🔷 আখাউড়া জং থেকে ছাড়ে – দুপুর ০১ টা ০৫ মিনিটে

🔷 গঙ্গাসাগর থেকে ছাড়ে – দুপুর ০১ টা ১৪ মিনিটে

🔷 ইমামবাড়ী থেকে ছাড়ে – দুপুর ০১ টা ২৪ মিনিটে

🔷 কসবা থেকে ছাড়ে – দুপুর ০১ টা ৩৩ মিনিটে

🔷 মন্দবাগ থেকে ছাড়ে – দুপুর ০১ টা ৪৪ মিনিটে

🔷 সালদা নদী থেকে ছাড়ে – দুপুর ০১ টা ৫০ মিনিটে

🔷 শশীদল থেকে ছাড়ে – দুপুর ০১ টা ৫৬ মিনিটে

🔷 রাজাপুর থেকে ছাড়ে – দুপুর ০২ টা ০৫ মিনিটে

🔷 সদররসুলপুর থেকে ছাড়ে – দুপুর ০২ টা ১৭ মিনিটে

🔷 কুমিল্লা থেকে ছাড়ে – দুপুর ০২ টা ২৮ মিনিটে

🔷 লাকসাম জং থেকে ছাড়ে – দুপুর ০২ টা ৫৪ মিনিটে

🔷 নাঙ্গলকোট থেকে ছাড়ে – বিকাল ০৩ টা ১১ মিনিটে

🔷 হাসানপুর থেকে ছাড়ে – বিকাল ০৩ টা ২১ মিনিটে

🔷 গুণবতী থেকে ছাড়ে – বিকাল ০৩ টা ৩৩ মিনিটে

🔷 ফেনী থেকে ছাড়ে – বিকাল ০৩ টা ৫০ মিনিটে

🔷 চিনকি আস্তানা থেকে ছাড়ে – বিকাল ০৪ টা ১৪ মিনিটে

🔷 সীতাকুন্ড থেকে ছাড়ে – বিকাল ০৪ টা ৪৯ মিনিটে

🔷 পাহাড়তলী থেকে ছাড়ে – বিকাল ০৫ টা ৩০ মিনিটে

🔷 চট্টগ্রাম পৌঁছে – বিকাল ০৫ টা ৫০ মিনিটে

 

🔴 এই ট্রেনের কোনো সাপ্তাহিক ছুটি নেই।

 

⏩ চট্টলা এক্সপ্রেস (ডাউন ৮০২)

 

🔷 ঢাকা থেকে ছাড়ে – দুপুর ০২ টা ১৫ মিনিটে

🔷 বিমানবন্দর থেকে ছাড়ে – দুপুর ০২ টা ৪৩ মিনিটে

🔷 নরসিংদী থেকে ছাড়ে – বিকাল ০৩ টা ২৩ মিনিটে

🔷 মেথিকান্দা থেকে ছাড়ে – বিকাল ০৩ টা ৪৩ মিনিটে

🔷 ভৈরব বাজার থেকে ছাড়ে – বিকাল ০৪ টায়

🔷 ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়ে – বিকাল ০৪ টা ২৩ মিনিটে

🔷 আখাউড়া থেকে ছাড়ে – বিকাল ০৪ টা ৪৫ মিনিটে

🔷 কসবা থেকে ছাড়ে – বিকাল ০৫ টা ০৩ মিনিটে

🔷 শশীদল থেকে ছাড়ে – বিকাল ০৫ টা ১৮ মিনিটে

🔷 কুমিল্লা থেকে ছাড়ে – বিকাল ০৫ টা ৪২ মিনিটে

🔷 লাকসাম থেকে ছাড়ে – সন্ধ্যা ০৬ টা ০৭ মিনিটে

🔷 লাঙ্গলকোট থেকে ছাড়ে – সন্ধ্যা ০৬ টা ২৩ মিনিটে

🔷 হাসানপুর থেকে ছাড়ে – সন্ধ্যা ০৬ টা ৩২ মিনিটে

🔷 ফেনী থেকে ছাড়ে – সন্ধ্যা ০৬ টা ৫৫ মিনিটে

🔷 কুমিরা থেকে ছাড়ে – রাত ০৭ টা ৫৮ মিনিটে

🔷 চট্টগ্রাম পৌঁছে – রাত ০৮ টা ৩০ মিনিটে

 

🔴 সাপ্তাহিক ছুটি হিসেবে প্রতি শুক্রবার চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকে।

 

⏩ চট্টগ্রাম মেইল (ডাউন ২)

 

🔷 ঢাকা (কমলাপুর) থেকে ছাড়ে – রাত ১০ টা ৩০ মিনিটে

🔷 ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছাড়ে – রাত ১০ টা ৫২ মিনিটে

🔷 ঢাকা বিমানবন্দর থেকে ছাড়ে – রাত ১১ টা ০৫ মিনিটে

🔷 টঙ্গী থেকে ছাড়ে – রাত ১১ টা ১৭ মিনিটে

🔷 নরসিংদী থেকে ছাড়ে – রাত ১২ টা ০৫ মিনিটে

🔷 ভৈরব বাজার থেকে ছাড়ে – রাত ১২ টা ৫৭ মিনিটে

🔷 আশুগঞ্জ থেকে ছাড়ে – রাত ০১  টা ০৭ মিনিটে

🔷 ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়ে – রাত ০১ টা ২৯ মিনিটে

🔷 আখাউড়া থেকে ছাড়ে – রাত ০২ টা ৪২ মিনিটে

🔷 কুমিল্লা থেকে ছাড়ে – রাত ০৪ টা ০৭ মিনিটে

🔷 লাকসাম থেকে ছাড়ে – রাত ০৪ টা ৩৭ মিনিটে

🔷 হাসানপুর থেকে ছাড়ে – ভোর ০৫ টায়

🔷 ফেনী থেকে ছাড়ে – ভোর ০৫ টা ৩০ মিনিটে

🔷 সীতাকুন্ড থেকে ছাড়ে – সকাল ০৬ টা ২৮ মিনিটে

🔷 ভাটিয়ারী থেকে ছাড়ে – সকাল ০৬ টা ৫৬ মিনিটে

🔷 পাহাড়তলী থেকে ছাড়ে – সকাল ০৭ টা ১১ মিনিটে

🔷 চট্টগ্রাম পৌঁছে – সকাল ০৭ টা ২৫ মিনিটে

 

🔴 এই ট্রেনের কোনো সাপ্তাহিক ছুটি নেই।

 

চট্টগ্রাম থেকে ঢাকা এবং ঢাকা থেকে চট্টগ্রাম রোডে চলাচলকারী সকল ট্রেনের চলাচলের সময়সূচি সংগ্রহের কাজটি আমরা করছি খুব দ্রুতগতিতে।  উপরোল্লিখিত তালিকায় যেসব ট্রেনের নাম আসেনি, তাদের বিস্তারিত তথ্যও আমরা কিছুদিনের মধ্যেই সংযোজন করবো ইনশাল্লাহ। আপনার জানা চট্টগ্রাম হতে ঢাকা এবং ঢাকা হতে চট্টগ্রাম রোডের কোন ট্রেন এই লিস্টে না থাকলে, আপনি তা পোস্টের কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের। আমরা যথাসম্ভব তা প্রকাশ করতে চেষ্টা করবো।

 

উপরোল্লিখিত সকল ট্রেন এবং ট্রেন পরিচালনা পর্ষদ কিংবা বাংলাদেশ রেলওয়ে কোনোকিছুর সাথেই ‘নেত্র আলাপ’ সংশ্লিষ্ট নয়। ‘নেত্র আলাপ’ শুধুমাত্র পাঠকদের সুবিধার্থে এসব তথ্য সংগ্রহ ও প্রকাশ করে থাকে। এটা রেলওয়ের অফিসিয়াল টাইম, পথিমধ্যে কোনো কারণে ট্রেনের সময় সামান্য এদিক সেদিক হতে পারে।

 

চট্টগ্রাম ট্রেন সময়সূচি, চট্টগ্রাম টু ঢাকা ট্রেন, চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেন, চট্টগ্রাম ট্রেন সময়, চট্টগ্রাম ট্রেন টাইম, চট্টগ্রাম থেকে ঢাকা আপ ডাউন ট্রেন শিডিউল, চট্টগ্রাম ট্রেন স্টেশন, ঢাকা, তেজগাঁও, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা বিমানবন্দর, টঙ্গী, ঘোড়াশাল, জিনারদী, নরসিংদী, আমিরগঞ্জ, খানাবাড়ি, হাটুভাঙ্গা, মেথিকান্দা, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, গঙ্গাসাগর, ইমামবাড়ী, কসবা, মন্দবাগ, সালদা নদী, শশীদল, রাজাপুর, সদররসুলপুর, কুমিল্লা, লাকসাম জং, নাঙ্গলকোট, হাসানপুর, গুণবতী, ফেনী, কুমিরা, চিনকি আস্তানা, সীতাকুন্ড, ভাটিয়ারী, পাহাড়তলী, চট্টগ্রাম স্টেশন, কখন ছাড়ে, কখন পৌঁছায়, চট্টগ্রাম লোকাল সময়সূচি, মহানগর গোধূলি এক্সপ্রেস, মহানগর প্রভাতী এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, তূর্ণা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, কর্ণফুলী কমিউটার, চট্টলা এক্সপ্রেস, চট্টগ্রাম মেইল, ঢাকা মেইল সময়সূচি, ট্রেনের সময়সূচি, ট্রেন ছাড়ার সময়, চট্টগ্রাম ট্রেন ভাড়া, চট্টগ্রাম টু ঢাকা ট্রেন, ঢাকা টু চট্টগ্রাম ট্রেন, চট্টগ্রাম  হতে ঢাকা ট্রেন, চট্টগ্রাম হতে ঢাকা ট্রেন, ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেন, চট্টগ্রাম টু ঢাকা ট্রেন স্টেশন, ঢাকা হতে চট্টগ্রাম ট্রেন ভাড়া, ঢাকা টু চট্টগ্রাম ট্রেন চলাচলের সময়সূচি, ট্রেন ছাড়ার সময়, ট্রেন কখন যায়, ট্রেন কখন থামে, চট্টগ্রাম ট্রেন স্টেশন, চট্টগ্রাম ট্রেন স্টেশন, চট্টগ্রাম ট্রেন সার্ভিস, চট্টগ্রাম ঢাকা ট্রেন, চট্টগ্রাম টু ঢাকা ট্রেন সার্ভিস, ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেন ভাড়া, চট্টগ্রাম টু ঢাকা ট্রেন, Chattogram to dhaka train, Chattogram to Dhaka train station, Chattogram to dhaka train vara, Chattogram to Dhaka train time, Chattogram to dhaka train time schedule, dhaka to Chattogram train, dhaka to Chattogram train schedule, চট্টগ্রাম, Chattogram, চট্টগ্রাম টু ঢাকা, ট্রেন, স্টেশন, ভাড়া, সময়সূচি, চট্টগ্রাম টু ঢাকা ট্রেন টিকেট, চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেন টিকেট মূল্য, টিকেট কাটার উপায়

 

This Bangla article is about schedule of all trains running from Chattogram district to Dhaka district of Bangladesh.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 নেত্র আলাপ

About Us    Contact us  DMCA / Copyrights Disclaimer   Sitemap  Terms & Conditions  

Privacy Policy

Theme Customized BY WooHostBD